Most important Composition for Ssc/Dakhil 2023 :
সহজ ভাসায় গুরুত্বপূর্ণ কিছু কম্পজিশন। নতুন বছরে পুরাতন সিলেবাস থেকে অনেক কম্পজিশন বাদ দেয়া হয়েছে। তাই এবছর থেকে তোমরা পরীক্ষার জন্য শুধু ওই সব কম্পজিশনই পড়বে, যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আর তোমরা তো জানো, করোনাভাইরাসের কারণে এ বছর কম্পজিশনে নতুন কিছু টপিক যুক্ত হয়েছে। যেমন: COVID-19, Coronavirus ইত্যাদি।
আমাদের ওয়েবসাইটটে প্রকাশিত প্রতিটি কম্পজিশনের তোমরা ছবি তুলতে পারবা এবং কপি করে অফলাইন পড়তে পারবে কিংবা প্রিন্ট করে রাখতে পারবে। নিচে দেয়া প্রতিটি কম্পজিশনের নামের ওপর ক্লিক করো। তাহলে যে নামে ক্লিক করবা সে কম্পজিশনটা ওপেন হবে।
Most important Composition for Ssc/Dakhil 2023
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কম্পজিশনগুলো সফলভাবে পেয়েছো। এখানে উল্লেখিত কম্পজিশনগুলো 2023 সালের জেএসসি, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এগুলোর বাইরে অন্য কোন কম্পজিশন পড়তে হবে না ইনশাআল্লাহ।