— যে কোন ভর্তি পরীক্ষার জন্য আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ১৯১৭ সালের বেলফোর ঘােষণার মূল প্রতিপাদ্য ছিল—
উত্তর : ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা।
প্রশ্ন : ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক অনুষ্ঠিত হবে—
উত্তর : প্যারিস, ফ্রান্স।
প্রশ্ন : ভেটো ক্ষমতা কার্যকর হয় জাতিসংঘ সনদের—
উত্তর : ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।
প্রশ্ন : Imperialism is the Highest Stage of Capitalism বইটি রচনা করেন—
উত্তর : ভি আই লেনিন।
প্রশ্ন : বাংলাদেশ এলডিসি (LDC) সুবিধা লাভ করবে—
উত্তর : ২০২৭ সাল পর্যন্ত।
প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয়—
উত্তর : ৩ অক্টোবর ১৯৮৯।
প্রশ্ন : জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান
উত্তর : সানজোস, কোস্টারিকা।
প্রশ্ন : এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে—
উত্তর : বসফরাস প্রণালি।
প্রশ্ন : দনবাস বিরােধপূর্ণ অঞ্চলটি অবস্থিত—
উত্তর : ইউক্রেন দক্ষিণাঞ্চলে।
প্রশ্ন : ইউরােপে রেনেসাঁ বা পুনর্জাগরণের সূচনা হয়েছিল
উত্তর : ১৪৫৩ সালে।
প্রশ্ন : BIMSTEC যে ধরনের সংগঠন—
উত্তর : অর্থনৈতিক।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে—
উত্তর : ২৯তম অধিবেশনে।
প্রশ্ন : জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান লিগ অব নেশনস বিলুপ্ত হয়—
উত্তর : ১৯৪৬ সালে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মােকাবিলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণের উল্লেখ আছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি)-
উত্তর : ১৩ নম্বর লক্ষ্যে।
প্রশ্ন : Sunshine _Policy-এর সঙ্গে জড়িত দেশগুলাে—
উত্তর : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ (COVID- 19)-কে বৈশ্বিক মহামারি (Pandemic) ঘােষণা করে—
উত্তর : ১১ মার্চ ২০২০।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল—
উত্তর : ৩ বছর।
প্রশ্ন : যুক্তরাজ্য Brexit কার্যকর করে—
উত্তর : ৩১ জানুয়ারি ২০২০।
প্রশ্ন : সামন্তবাদের সূত্রপাত হয় ইউরােপের দেশ—
উত্তর : ফ্রান্সে।
প্রশ্ন : পরমাণু অস্ত্র বিস্তাররােধ চুক্তি স্বাক্ষরিত হয়-
উত্তর : ১ জুলাই ১৯৬৮।
প্রশ্ন : কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ওডেসা বন্দরটি—
উত্তর : ইউক্রেনের।
প্রশ্ন : বিশ্ব জিডিপি (GDP) প্রকাশ করে—
উত্তর : বিশ্বব্যাংক।
প্রশ্ন : Rotary International প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন : দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা—
উত্তর : অমর্ত্য সেন।
প্রশ্ন : ভারতের বর্তমান রাষ্ট্রপতি—
উত্তর : দ্রৌপদী মুমু।
প্রশ্ন : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর প্রতিষ্ঠাকালীন সদস্যরাষ্ট্র ছিল—
উত্তর : ১২টি।
প্রশ্ন : RCEP–এর পূর্ণরূপ-
উত্তর : Regional Comprehensive Economic Partnership
প্রশ্ন : নাথুলা পাস সংযুক্ত করেছে—
উত্তর : ভারত ও চীনকে।
প্রশ্ন : জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয়—
উত্তর : ২০০০ সালে।
প্রশ্ন : International Mother Earth Day পালিত হয়—
উত্তর : ২২ এপ্রিল।
প্রশ্ন : রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরােক্ষ সীমান্ত রয়েছে ন্যাটোভুক্ত—
উত্তর : ৬টি দেশের।
প্রশ্ন : ২২তম ফিফা বিশ্বকাপে (কাতার) অংশগ্রহণ করবে মােট—
উত্তর : ৩২টি দল।
প্রশ্ন : শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মুদ্রা–
উত্তর : রুপি।
প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বাস্তবায়নকাল—
উত্তর : ২০১৬-২০৩০ সাল।
প্রশ্ন : IPEF-এর পূর্ণ রূপ—
উত্তর : Indo-Pacific Economic Framework.
প্রশ্ন : আধুনিক জাতিরাষ্ট্র ধারণার উদ্ভব হয়—
উত্তর : ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে।