শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষায় ইংরেজি ১ম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্টোরি রাইটিং। আজ englishwritingsite এ আমরা তোমাদের সাথে important story for hsc 2022 নিয়ে আলোচনা করবো। আমরা মাত্র ৭টি গল্প তোমাদের সামনে তুলে ধরবো, যেখান থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় ১টি গল্প কমন থাকবে ইনশাআল্লাহ।
englishwritingsite এ প্রতিটি স্টোরি আমরা তোমাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি প্রতিটি স্টোরি ইংরেজির পাশাপাশি বাংলা অর্থসহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
নিচে আমাদের বাছাইকৃত important story for hsc 2022 তুলে ধরা হল। প্রতিটি গল্পের নামের ওপর ক্লিক করে উক্ত গল্পটি বাংলা অর্থসহ দেখতে পারবে।
Important story for hsc 2022
- Grapes all Loss all
- Money cannot bring happiness
- An Ant and a Dove
- A sly fox and a foolish crow
- Devotion to mother
- Dress doesn’t make a man great
- A dreadful call at midnight