A Wise Judge
Once a golden necklace was lost from a rich man’s house. A few servants worked in that house. Naturally it was suspected that any one of the servants had stolen the necklace. Each of them was asked. But nobody confessed the guilt. So, the master of the house lodged a complaint before the Judge. All of the servants were summoned to the court. But all of the servants denied the charge. Then the Judge hit upon a plan. He gave each of them a stick of same length and told them to submit them to the court the following day. He told them that the person who had stolen the necklace, his stick would increase an inch. When they returned home, they kept their sticks as they were. But the servant who stole the necklace shortened it by an inch. The next day when everybody submitted the sticks, it was found that one stick was short by an inch. Then the thief was detected and he was given punishment.
অনুবাদঃ
একজন বিজ্ঞ বিচারক
একদা এক ধনী লোকের বাড়ি থেকে একটি সোনার নেকলেস হারিয়ে গেলো। ঐ বাড়িতে কয়েকজন চাকর কাজ করতো। স্বাভাবিকভাবেই সন্দেহ করা হলো যে চাকরদের মধ্যে একজন নেকলেসটি চুরি করেছে। তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হলো। কিন্তু কেউ অপরাধ স্বীকার করলো না। তাই, বাড়ির মনিব বিচারকের কাছে নালিশ জানালো। চাকরদের সবাইকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হলো। কিন্তু চাকরদের সবাই অভিযোগ অস্বীকার করলো। তখন বিচারক একটি পরিকল্পনা করলেন। তিনি তাদের প্রত্যেককে সমান দৈর্ঘ্যরে একটি লাঠি দিলেন এবং পরদিন তাদেরকে সেটা আদালতে জমা দিতে বললেন। তিনি তাদেরকে বললেন যে, যে নেকলেসটি চুরি করেছে, তার লাঠিটি এক ইঞ্চি বেড়ে যাবে। যখন তারা বাড়ি ফিরলো, তারা তাদের লাঠিগুলো যেমন ছিল সেভাবেই রেখে দিলো। কিন্তু যে চাকরটি নেকলেস চুরি করেছিলো সে লাঠিটি এক ইঞ্চি ছোট করে রাখলো। পরদিন যখন প্রত্যেকে লাঠিগুলো জমা দিলো, একটি লাঠি এক ইঞ্চি ছোট পাওয়া গেলো। তখন চোরকে শনাক্ত করা হলো এবং তাকে শাস্তি দেওয়া হলো।