The Shortcut Method of Application Writing for All classes — Board Exams
For any kind of formal letter or application writing, this format can be applied in J.S.C, S.S.C & H.S.C Exams as a short-cut method. It is an application composed based on some common features of applications. So, the students who need an easier way to prepare themselves for coming academic exams, can follow this method.
জে.এস.সি, এস.এস.সি, এবং এইচ.এস.সি পরীক্ষায় যে কোন ধরনের আবেদনপত্র লেখার জন্য এই রূপটি ব্যবহার করা যেতে পারে। এই আবেদন পত্র টি লেখা হয়েছে বিভিন্ন এবং সাধারন আবেদন পত্রের কিছু পরিচিত ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্যর উপর নির্ভর করে।
However, this is not complete yet. You have to attach some information based on the topic of the question. Only then, you may expect the perfectness. If you memorize this application, you will be able to answer 90 % of any application in exam in spite of not getting common.
Moreover, those who want to memorize all applications can memorize this application as a model and some lines from different applications on different topics. So they need not memorize each application from top to bottom.
কিন্তু অবশ্যয় এই আবেদনপত্রটি পরিপূর্ণ নয়। তোমাকে প্রশ্নের উপর নির্ভর করে মূল বিষয় বস্তুর উপর কিছু তথ্য দিতে হবে।শুধুমাত্র, তখনি তুমি এটিকে পরিপূর্ণ বলতে পারবে। যদি তুমি এই রূপটি মুখশ্ত করে রাখো তবে তোমার পরীক্ষায় আবেদনপত্র কমন না আসলেও তুমি তার ৯০% লিখে আসতে পারবে। আর যারা সব আবেদন পত্র গুলো আলাদা ভাবে মুখস্ত করবে তারাও এই আবেদন পত্র টি পড়ে তার সাথে যদি প্রতিটি ভিন্ন আবেদন পত্রর বিষয় বস্তুর কয়েকটি করে লাইন মুখস্ত করো তবে প্রতিটি আবেদন পত্র প্রথম হতে শেষ পর্যন্ত বারেবার মুখস্ত করতে হচ্ছেনা।
Remember, One thing, this method is not applicable for the meritorious students. This is composed only for the students who are unable to get the pass mark in their exams.
কিন্তু একটা কথা মনে রাখবে, এই কৌশলটি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য নয়।এটি শুধুমাত্র পরীক্ষায় সহজে নিশ্চিত ভাবে পাশ নম্বর পাবার এক কৌশল মাত্র।
APPLICATION FOR ALL STUDENTS’ REQUEST OR PERMISSION:
স্কুল বা কলেজের সকল ছাত্রছাত্রীর সমস্যা বা আবেদন বোঝালে:
QUESTION MODEL: Here, some question examples of application writing given below in which you can use this model.
প্রশ্নপত্রের রূপ সূমুহঃ এখানে কিছু আবেদন পত্রের নাম দিলাম যেগুলো লেখার ক্ষেত্রে তুমি এই মডেলটি ব্যবহার করতে পারোঃ
Write an application to your principal for permission…
একটি আবেদন পত্র লেখো তোমার স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের কাছে…
To set up an English debating club/to organize a literary club/ to set up a canteen /for opening a common room/ for opening a computer club/ permission for excursion or study tour/for increasing library facilities. /increasing facilities in common room/permission for distributing relief for the flood affected people/permission for organizing science fair/etc.
FORMAT OF FORMAL LETTER OR APPLICATION
(আবেদন পত্র লেখার মূল রূপঃ)
- Date: যে তারিখে আবেদন পত্র লেখা হচ্ছে। যেমনঃ 22 November 2022.
- To: যার কাছে আবেদন করা হচ্ছে। যেমনঃ The principle, The Headmaster etc.
- Name of School and College : স্কুল বা কলেজের নাম। যেমনঃ Al amin school
- Place of School: স্কুলের ঠিকানা দিতে হবে।যেমনঃ Chandpur sadar, Chandpur.
- Subject: (আবেদন পত্রের বিষয়) —-. এর স্থানে যে বিষয়ের জন্য আবেদন তা লিখতে হবে। যেমনঃ prayer for leave of absence.
- Sir/Madam:
With due respect, I/ we would like to inform you that I/We, am a student/ students of your school in class________.
- Some about subject : সাব্জেক্ট নিয়ে কিছু লিখতে হবে। সাবজেক্ট যেই জিনিস নিয়ে হবে ওই জিনিস নিয়ে কয়েটা লাইন লিখতে হবে।মানে মূল কারন এখানে উল্লেখ করতে হবে।
- So i/we therefore pray and hope that you would be kindly grame me/us __________: ( খালি যায়গায় সাব্জেক্ট যা থাকবে তা বসিয়ে দিলেই হবে)
- I/We remain
- Your most obedient pupil/pulils
- Name: তোমার নাম, রোল বা যে লেখবে তার ডিটেইলস এখানে দিতে হবে।
উপরের থিম অনুযায়ী একটি অ্যাপ্লিকেশন নিচে দেওয়া হলো। এইটা দেখলে তোমরা বিষয়টি বুঝতে পারবে।
Question 3.
Write an application to the principal of your school requesting him to grant you two days’ leave to attend your brother’s marriage.
Answer:
The Principal
Al amin School
Chandpur sadar, Chandpur
Sub : Application for leave of absence
Sir,
I beg to state that i am a regular student of class 6/7/8 in your school. Recently my brother’s marriage is fixed. So that i can’t attend in class for two days.
So i therefore pray and hope that you would be Kindly grant me leave for two days from April 9 to April 11.
I remain sir,
Your most obedient pupil
Mahi
Roll-01
ইমেল লেখার নিয়মঃ এখানে ক্লিক করুন।
Best technique for writing email-Click here