Uses and Abuses of Mobile Phone Paragraph for Class 9,10 and 11,12
Related Question about Mobile Phone Paragraph:
a. What is a mobile phone? (মোবাইল ফোন কি?)
b. How does it function? (এটা কিভাবে কাজ করে?)
c. Who are the users of mobile phones? (মোবাইল ফোনের ব্যবহারকারী কারা?)
d. What role does it play in the field of communication? (যোগাযোগের ক্ষেত্রে এর ভূমিকা কি?)
e. How does it contribute to the economy of the country? (দেশের অর্থনীতিতে এর অবদান কি?)
f. What are the demerits of mobile phones? (মোবাইল ফোনের অপকারিতা কি?)
g. Who are the providers of mobile services in our country? (আমাদের দেশে মোবাইল ফোনের সেবাদানকারী প্রতিষ্ঠান কারা?)
Answer:
A mobile phone is one of the amazing inventions of modern science and technology. A mobile phone is a scientific device by which we can communicate with others. The communication system of the mobile phone is operated without any cable. A mobile phone has lessened the distance to the world in communication.
The mobile phone communication system goes one step further when it is connected to the Internet. And the ultimate excellence of mobile phones is achieved when it is connected to Google’s Android operating system. As a result, the whole world is now in your hands. Some mobile applications like Facebook Messenger, WhatsApp, Imo have made the communication system easier and smoother. Online classes are being conducted through mobile during the current Coronavirus lockdown period.
Starting from acquiring knowledge, smartphones have become the focal point of entertainment. Drama, movies, web series are all on mobile now. Different types of high-graphics games are also being played on mobile now. Moreover, one of the most popular features of mobile is the camera. By this, you can save special moments of your life in the form of pictures or videos. Grameenphone, Airtel, Robi, Banglalink, and Teletalk are mobile operator companies in Bangladesh.
Despite all the advantages, there are some disadvantages to using a mobile phone. A mobile phone sometimes becomes the cause of health hazards. It causes brain tumors, genetic damage, and many other incurable diseases. If a user continues his or her conversation for more than two minutes, the “blood-brain balance” gets damaged. The blood pressure gets high and red blood cells are damaged if a person is continually exposed to radiation caused by cellular phones. It is also harmful to a pregnant woman to use a cellular phone.
Moreover, at present, the youth is becoming addicted to mobile. They are either chatting on Facebook all night or playing games like PUBG or Freefire. Even small children are getting addicted to these games now. If this continues, our next generation situation will be very terrible. Though it has some demerits, it is truly a blessing to our civilization. But the mobile phone will do more benefits to us if it is used carefully in a controlled way.
বাংলা অনুবাদ
মোবাইল ফোন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির চমকপ্রদ আবিষ্কারগুলোর অন্যতম। মোবাইল ফোন একটি বৈজ্ঞানিক যন্ত্র যার দ্বারা আমরা অন্যের সাথে পারস্পরিক যোগাযোগ করতে পারি। মোবাইল ফোনের যোগাযোগ ব্যবস্থাটি তার ছাড়াই সম্পন্ন করা যায়। মোবাইল ফোন যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের দূরত্ব কমিয়ে দিয়েছে।
মোবাইল ফোনের যোগাযোগ ব্যবস্থা আরেক ধাপ এগিয়ে যায় যখন এতে ইন্টারনেট যুক্ত হয়। আর মোবাইল ফোনের চরম উৎকর্ষতা সাধিত হয় যখন এতে Google -এর এন্ড্রোইড অপারেটিং সিস্টেম যুক্ত হয়। যার ফলে এখন পুরো পৃথিবী যেন আপনার হাতের মুঠোয়। যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও সাবলীল করেছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটস্যাপ, ইমোর মত কিছু মোবাইল এপ্লিকেশন। বর্তমান করনাকালীন সময়ে মোবাইলের মাধ্যমে চলছে অনলাইন ক্লাস।
জ্ঞান আহরণ থেকে শুরু করে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্মার্টফোন। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সবকিছুই এখন মোবাইলে। বিভিন্ন ধরনের হাই-গ্রাফিক্স -এর গেমও খেলা হচ্ছে এখন মোবাইলে। তাছাড়া মোবাইলের অন্যতম জনপ্রিয় একটি ফীচার এর ক্যামেরা। যার মাধ্যমে আপনি আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ছবি অথবা ভিডিও আকারে সংরক্ষণ করতে পারেন। বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল অপারেটর কোম্পানিগুলো হচ্ছে গ্রামীণফোন, এয়ারটেল, রবি, বাংলালিংক এবং টেলিটক।
এত সব উপকারিতার পরও মোবাইল ফোন ব্যবহারের কিছু অপকারিতাও রয়েছে। মোবাইল ফোন মাঝে মাঝে স্বাস্থ্য ঝুকির কারণ হয়ে থাকে। এটা ব্রেইনটিউমার, পজনন সম্বন্ধীয় বংশগতির ক্ষতি এবং আরো অনেক দুরারোগ্য ব্যধির জন্ম দেয়। যদি ব্যবহারকারী দুই মিনিটের অধিক সময় কথপোকথন চালিয়ে যায় তবে তার মস্তিষ্কের রক্তের সামঞ্জস্যতা নষ্ট হয়। যদি কেউ অনবরত সেলুলার ফোন কর্তৃক সৃষ্ট রশ্মি বিকিরণে নিজেকে অনাবৃত রাখে তবে রক্তচাপ বৃদ্ধি পায় এবং লোহিত রক্ত কণিকা ক্ষতিগ্রস্থ হয়। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে সেলুলার ফোন ব্যবহার নিরাপদ নয়।
তাছাড়া, বর্তমানে যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তারা হয় সারারাত ফেসবুকে চ্যাট করছে অথবা পাবজী বা ফ্রীফায়ার -এর মত গেম খেলছে। এইসব গেমে বর্তমানে ছোট ছোট বাচ্চারাও আসক্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের নেক্সট জেনারেশনের অবস্থা হবে খুবই ভয়াবহ। যদিও মোবাইল ফোনের কিছু ক্ষতিকর দিক রয়েছে, তা সত্ত্বেও আমাদের সভ্যতার জন্য এটি একটি আশীর্বাদ। তবে, মোবাইল ফোন যদি এটি নিয়ন্ত্রিত উপায়ে সতর্কতার সাথে ব্যবহার করা হয় তবে তা আমাদের আরও বেশি উপকার করবে।